racipes

পুঁটি মাছের শুঁটকি রান্না

পুঁটি মাছের শুঁটকি রান্না

পুটি মাছের শুঁটকি শহরে ও গ্রামে সবার খুব পছন্দের। কিছু নিয়ম ফলো করলে ঘন্ধ ছাড়া অসাধারণ শুঁটকি রেসিপি তৈরি করা যায়।

উপকরণসমূহঃ

  • পিয়াজ - পাচটি, কুচি করে কাটা
  • ছোট রসুন - তিনটি, রসুনের কোয়া
  • এক চামচ হলুদ গুড়া
  • কাচা মরিচ ফালি করা - আটটি
  • এক কাপ পুটি মাছের শুটকি
  • তেল,লবণ পরিমাণ মতো
  • আলু,পটল,করলা(দেশী),বেগুন একটি করে
  • আলু শাক ও মালঞ্চ শাক ডাটা সহ 

রান্নার বিভিন্ন ধাপ - 

প্রস্তুত প্রণালীঃ

এই রেসিপি রান্না করতে সহজ কয়েকটি ধাপ মনে রাখলেই চলবে। এই ভাবে ধাপে ধাপে কাজ করলে রান্নায় কোনো উপাদান দিতে ভুলও হয় না এবং রান্না করাটাও ঝামেলা মনে হয় না।

প্যানে একে একে উপকরণগুলো দিবো

প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে পিয়াজ কুচি, রসুনের কোয়া দিব। দুই মিনিট নেড়েচেড়ে তাতে হলুদ গুড়া, কাচা মরিচ ফালি করা দিব। আর দিব ধুয়ে কেটে রাখা শাক-সবজি গুলো এবং পুটি মাছের শুটকি। সাথে করে লবণ দিব পরিমাণ মতো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে শাকগুলো একটু নরম হয়ে আসে। মিনিট পাচ -এক এর পর ঢাকনা খুলে নাড়তে হবে। লবন চেখে নিব প্রয়োজনে আবারও দিব।

 
 

রেডি পুটি মাছের শুঁটকি

তারপর হাফ কাপ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৭-৮ মিনিট পর আবার নাড়তে হবে আলু এবং সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসলে আর পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব।এভাবে হয়ে গেলো আমাদের পুটি মাছের শুটকি রান্নার রেসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *